পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সাতক্ষীরার নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে বসুন্ধরা শুভসংঘের স্থানীয় নেতৃবৃন্দ, সদস্য এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশ নেন।
বসুন্ধরা শুভসংঘের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. হাসিবুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- ‘পরিচ্ছন্ন পরিবেশ শুধু স্বাস্থ্য ও সৌন্দর্যের প্রতীক নয়, এটি শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করে এবং শিক্ষার্থীদের ইতিবাচক মানসিক বিকাশে ভূমিকা রাখে। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক। তরুণদের নেতৃত্ব সমাজ পরিবর্তনের মূল শক্তি, আর তাদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। প্রতিষ্ঠান হিসেবে আমরা ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকবো।’
সভাপতির বক্তব্যে ফাহাদ হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে। পরিচ্ছন্নতা অভিযান শুধু একটি কর্মসূচি নয়, এটি তরুণ সমাজকে দায়িত্বশীল হওয়ার শিক্ষা দেয়। পরিবেশ রক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সেবা ও সচেতনতা সৃষ্টিতে আমরা নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করব। আমাদের লক্ষ্য—শুভ কাজের মাধ্যমে সমাজে আনন্দ, শান্তি ও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়া।’
অভিযানে বসুন্ধরা শুভসংঘের সদস্য নাজমুল হোসেন, মৌসিনা খাতুন, আল্লামা ইকবাল, এনামুল হক, হাসিবুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেড ও কোর্সের বহু শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মুন্না হোসেন পারভেজ, শাহরিয়ার, মুরশিদা, আব্দুল কুদ্দুস, নাফিজ আহম্মেদ, আয়েসা খাতুন, ফাতেমাতুজ্জোহরা, আরিফা, মোস্তাকিন বিল্লাহ, রুহি, সাইফুজ্জামান, আল আমিন, আয়েশা পারভিন পপিসহ আরও অনেকে।
অভিযানে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসের প্রধান সড়ক, ভবনের আশপাশ, বাগান, ক্লাসরুমের বাইরের স্থান ও বিভিন্ন পয়েন্টে আবর্জনা অপসারণ করেন।
শিক্ষার্থীরা বলেন- এ ধরনের সামাজিক উদ্যোগ তাদের মধ্যে দায়িত্ববোধ ও পরিবেশবান্ধব আচরণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিডি-প্রতিদিন/মাইনুল