অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হবেন, তা এখনই জানাতে চাননি তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন করব এটা নিশ্চিত। তবে কোন দল থেকে করব, পরে জানানো হবে।’
এ ছাড়া নির্বাচনে অংশ নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি না, সেই প্রশ্নে স্পষ্ট কোনো বক্তব্য দেননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।’
আজ বুধবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।
ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। সংবাদ সম্মেলনে তিনি তার সময়কালে দায়িত্বে থাকা মন্ত্রণালয় দুটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
বিডি প্রতিদিন/মুসা