জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার জবি শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়।
তফসিলে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ভোটগ্রহণ চলবে। একই দিনে ফলাফল প্রকাশ করা হবে।
তফসিলে আরও বলা হয়, ১৭ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শিক্ষক সমিতির অফিস কক্ষ থেকে শিক্ষকরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
মনোনয়নপত্রের মূল্যমান সদস্যদের জন্য ধার্য করা হয়েছে ১ হাজার টাকা। অন্য সদস্যদের জন্য ধার্য করা হয়েছে ১৫০০ টাকা।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বর। যাচাই শেষে একই দিনে দুপুর ২টায় প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহার গ্রহণ করা হবে ২১ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ভোটগ্রহণের দিন ২৪ ডিসেম্বর। গণনা শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল শিক্ষক লাউঞ্চে ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ