বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বসুন্ধরা শুভসংঘের পরিচালক ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক জাকারিয়া জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‘শুভ কাজে সবার পাশে’- প্রত্যয়ের এই কমিটির সভাপতি হয়েছেন শিক্ষক আজাহারুল ইসলাম রাজা ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন। আগামী এক বছরের জন্য ৪১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি বাসুদেব রায়, কাশফিয়া নাহরীন, শাহ মো. আবু মুক্তাদির, গীরেন্দ্রনাথ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম শাহ্, বিএম খাজা নেওয়াজ, গোলাম রাব্বী, সাংগঠনিক সম্পাদক দীপু রায়, সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. দুলালী খাতুন, অর্থ সম্পাদক সাজু ইসলাম, দপ্তর সম্পাদক দীপক রায়, নারীবিষয়ক সম্পাদক রেদওয়ানুম ইকরা, প্রচার সম্পাদক লাবু ইসলাম রিদয়সহ আরো অনেকে রয়েছেন।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে রয়েছেন ছমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজবাহুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রতিনিধি ভূবন রায় নিখিল, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আবু তাহের, মো. রেজওয়ান আহমেদ ও মো. ওমর ফারুক।
বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক সংগঠন। যা শীতবস্ত্র বিতরণ, দুস্থ পরিবারের মাঝে খাবার বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা, বিনামূল্যে গাছ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, পথশিশুদের পড়াশোনার ব্যবস্থাসহ নানা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
বিডি-প্রতিদিন/এমই