পাবনার ভাঙ্গুড়ায় ৫০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘ ভাঙ্গুড়া উপজেলা শাখার উপদেষ্টা ড. জাহিদ হাসান এই আয়োজনের সার্বিক সহযোগিতা করেন।
সোমবার (৮ ডিসেম্বর) বসুন্ধরা শুভসংঘের ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল গ্রামের হতদরিদ্র এসব পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শুভসংঘের সদস্যরা জানান, শুভসংঘের উদ্যোগে গত ছয় বছর ধরে উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। শুভসংঘের সদস্যরা উপজেলার ১১৩টি গ্রামের মধ্যে সর্বোচ্চ দরিদ্র প্রবণ এলাকা বাছাই করে কম্বল বিতরণের জন্য নির্ধারণ করে। এরপর এসব গ্রামের দরিদ্র ও দুস্থ পরিবার শনাক্ত করে তালিকা করা হয়। একটি গ্রামের সবচেয়ে দুস্থ ও অসহায় পরিবারকে এই তালিকায় রাখা হয়। এরই ধারাবাহিকতায় এ বছর ছোট বিশাকোল গ্রামের দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। আগামী সপ্তাহে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে কম্বল বিতরণ করা হবে। ওই গ্রামে দুস্থ ও অসহায় পরিবারের তালিকা সংগ্রহের কাজ করছেন শুভসংঘের সদস্যরা।
কম্বল হাতে পেয়ে বিধবা মিতালী খাতুন বলেন, অনেক আগেই স্বামী মারা গেছে। দুই ছেলে ও তিন মেয়েকে বড় করেছি। ছেলে-মেয়েরা সবাই সংসার করছে। কিন্তু আমাকে কেউ দেখে না। খুব কষ্টে দিন কাটে। শীতের মধ্যেই কম্বল পেয়ে অনেক উপকার হলো।
বৃদ্ধ তাজু মোল্লা বলেন, আমি অসহায় মানুষ। আল্লাহ ছাড়া দেখার কেউ নেই। খেয়ে না খেয়ে কষ্ট পাই। কিন্তু শীতের কষ্ট তো সহ্য করা কঠিন। তাই এই কম্বলে শীতের কষ্ট তো কমবে। আল্লাহ সবার মঙ্গল করুক। সাহায্যকারী মানুষগুলো যেন আরো মানুষের পাশে দাঁড়াতে পারে দোয়া করি।
সাধারণ সম্পাদক শাকিব খান বলেন, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন সামাজিক বিষয়ে জন সচেতনতা তৈরি করার কাজে বদ্ধপরিকর বসুন্ধরা শুভসংঘ ভাঙ্গুড়া উপজেলা শাখা কমিটির সদস্যরা। এসব কাজের অংশ হিসেবে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে। এছাড়া সামাজিক ও মানবিক কাজেও শুভসংঘের সদস্যরা এই উপজেলায় বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে প্রশংসা অর্জন করেছে। ভবিষ্যতে এসব কর্মকাণ্ড আরও বাড়িয়ে সমাজ ও মানুষের কল্যাণে শুভসংঘ কাজ করে যাবে।
বিডি-প্রতিদিন/মাইনুল