গত ১৭ বছরে গুম ও খুনের বিচার দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে। আন্তর্জাতিক মানবধিকার দিবস উপলক্ষ্যে বুধবার নগরীর বিবি পুকুরের পাড়ে এ মানববন্ধন করা হয়।
মানবধিকার সংগঠন অধিকারের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে গুম হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। ‘অধিকার’ এর বরিশাল আঞ্চলিক প্রধান আজিজ শাহীনের সঞ্চালনায় ১০ ডিসেম্বর, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন ‘অধিকার এর আয়োজনে মানববন্ধন হয়েছে।
গুম হওয়া ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম, এডভোকেট রেজাউল কবিরের বাবা মোহাম্মদ ইউনুস ও হায়দার মিয়ার স্ত্রী রোমানা হায়দার বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ বছরে গুম খুনের অভিযুক্তদের বিচার না হলে, নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা শান্তি পাবে না। আর যেন কোন মায়ের কোল খালি না হয়- আর যেন কাউকে গুম না হতে হয়। দেশের সংগঠিত সকল গুম খুনের বিচার হলেই নির্যাতিত পরিবারগুলোর মানবধিকার রক্ষিত হবে।
বিডি প্রতিদিন/এএম