বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে নামাচার্য নামাচার্য্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর পাটবাড়ী আশ্রমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শার্শা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস বিশ্বাস সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
প্রার্থনার প্রধান দায়িত্ব পালন করেন বেনাপোল হরিদাস ঠাকুর আশ্রমের প্রধান পুরোহিত মাধব দাশ বাবাজি মহারাজ।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের দেশ। জাতি ও ধর্ম নির্বিশেষে সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
তিনি আরও বলেন, 'আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হলে পাটবাড়ি মন্দিরের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করবো। দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'
প্রার্থনা সভায় আরও বক্তব্য রাখেন, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুমার সিংহ, সাধারণ সম্পাদক উত্তম রায়। পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস, সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাসসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদসহ অনেকে।
বিডি-প্রতিদিন/এমই