বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) গৈলা ইউনিয়নের এসএম বালিকা বিদ্যালয় হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মো. শাহ আলম রাঢ়ী। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী শ্রেণির প্রতনিধিরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য এক অভিশাপ, যা মেয়েদের শারীরিক, মানসিক, সামাজিক ও শিক্ষাগত বিকাশকে বাধাগ্রস্ত করে। এছাড়া নারীর মৌলিক অধিকার লঙ্ঘনের পাশাপাশি একটি পরিবার ও সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। যৌতুকপ্রথাও একইভাবে নারীর অধিকার, সম্মান ও নিরাপত্তার উপর সরাসরি আঘাত।
সভায় শিক্ষার্থীরা বলেন, আমরা লেখাপড়া করে দেশকে এগিয়ে নিতে চাই। আমাদের কেউ বাল্যবিয়ে দিতে চাইলে আমরা প্রতিবাদ করবো। কোনো মেয়েকে জোর করে বাল্যবিয়ে দিতে চাইলে শিক্ষক, সাংবাদিক ও প্রশাসনকে জানাবো। মেয়েরা আজ বিশ্বের সব ক্ষেত্রেই সাফল্য অর্জন করছে—আমরাও পিছিয়ে থাকতে চাই না।
বসুন্ধরা শুভসংঘ আগৈলঝাড়া শাখার উপদেষ্টা এসএম ওমর আলী সানি বলেন, বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মেয়ের জীবন অকালেই নষ্ট হতে দেওয়া যাবে না। আজকের মেয়েরা দেশের ভবিষ্যৎ, দেশের সম্পদ। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব।
সভায় আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. মাহাবুবুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল মৃধা, বসুন্ধরা শুভসংঘের সহ-সভাপতি আয়কর আইনজীবী সমীরন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আ. রহিম, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, অর্থ সম্পাদক আমির হামজা, সদস্য নিলীমা কর, শান্তা হালদারসহ অনেকে। বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/কামাল