বেগম রোকেয়ার কর্ম ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লার লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আলোচনা সভা ও পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে এ আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা অংশ নেন।
পাঠচক্রে বেগম রোকেয়ার জীবনী, সংগ্রাম ও অবদান নিয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা উপস্থাপন করা হয়। তার রচিত সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী বই নিয়ে আলোচনা করা হয়। নারী শিক্ষার জন্য তার অবদান ও তিনি কীভাবে সমাজ বদলে দিয়েছিল, তা তুলে ধরা হয়।
পাঠচক্র শেষে বেগম রোকেয়া দিবসে লালমাই উপজেলার ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ স্বীকৃতি পাওয়ায় বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাসরিন সুলতানাকে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।
পাঠচক্রে নির্দেশনা দেন দৈনিক কালের কণ্ঠের লালমাই ও সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, বসুন্ধরা শুভসংঘ লালমাই উপজেলা শাখার সভাপতি মফিজুল ইসলাম মুন্না, সহ-সভাপতি মাসুম বিল্লাহ মুহাজির, ইংরেজির মাস্টার ট্রেইনার জহিরুল ইসলাম চৌধুরী, সদস্য শাহরিয়ার ইমন।
এতে শিক্ষার্থীদের মধ্যে সুমাইয়া, সামিয়া, মিমতাজুর রহমান, আসমা আক্তার, প্রথমা রানী দাস, জান্নাতুল তন্নী ও আসমা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী প্রথমা রানী দাস বলেন, বসুন্ধরা শুভসংঘ পাঠচক্র আয়োজন করায় বেগম রোকেয়া সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছি। পাশাপাশি উপজেলার শ্রেষ্ঠ অদম্য নারী নাসরিন সুলতানা ম্যাডামকে সম্মান জানানোর সুযোগ পেয়েছি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন বলেন, নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়াকে নিয়ে পাঠচক্র আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই। এ সময় তিনি ভবিষ্যতেও এমন কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/এমই