সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১ হাজার ৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২২ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার রাতে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর জাহাজ প্রত্যাশা গভীর সমুদ্রে সন্দেহজনক দুটি কাঠের বোট দেখে থামার নির্দেশ দেয়। নৌবাহিনী কাছে গেলে বোট দুটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেগুলো আটক করা হয়।
আটক হওয়া বোট দুটি—‘খাজা গরিব–ই–নেওয়াজ–৬’ এবং ‘মা বাবার দোয়া–১০’ থেকে ১ হাজার ৫০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
পরে বোট, জব্দ সিমেন্ট এবং আটক ২২ জনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন