আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালি করেছে ‘মানবিক আন্দোলন বাংলাদেশ’ নামে আইনজীবীদের একটি সংগঠন।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব হয়ে আবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফিরে আসে শোভাযাত্রা।
আইনজীবী সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়। মানবিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত এ শোভাযাত্রা ও র্যালিতে সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেয়।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির মুখ্য সংগঠক সুপ্রিম কোর্টের আইনজীবী মাকসুদ উল্লাহ। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহাদাত হোসেন আদিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব গাজী তৌহিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী মিনারা খাতুন লাকী, কাজী রওশন দিল আফরোজ, মিজানুর রহমান টিটু, সিদ্দিক আজাদ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল মাহবুব।
বিডি প্রতিদিন/এমআই