গোপালগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. কে এম বাবর আলী বলেছেন, আমাদের নেতা তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এদেশে আর কেউ সংখ্যালঘু থাকবে না। সকল ধর্ম বর্ণের মানুষ সমান অধিকার ভোগ করবেন। তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এদেশেই তারা উন্নত জীবন যাপন করতে পারবেন।
বুধবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় দ্বীননাথ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথিরে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জ-২ আসনের উত্তর গোপালগঞ্জের হিন্দু সনাতনী ধর্মাবলম্বী অধ্যুষিত বৌলতলী, সাহাপুর, সাতপাড়, রাহুথড় ও সিংগা ইউনিয়নের জনগনকে নিয়ে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।
বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবর আরো বলেন, তিনি যদি নির্বাচিত হতে পারেন এবং দল যদি ক্ষমতায় আসে তাহলে তিনি তার নির্বাচনী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, রাস্তাঘাট সহ সকল সেক্টরের ব্যাপক উন্নয়ন করবেন। এলাকাকে মাদকমুক্ত করবেন। চিকিৎসার জন্য আর কাউকে বাইরে যেতে হবে না। সকল হয়রানী থেকে তারা মুক্ত থাকবেন।
সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি যুগল বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি নেতা অ্যাড. তৌফিকুল ইসলাম, সদর উপজেলার বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম লেলিন, সিংগা ইউনিয়ন বিএনপি নেতা তাপস সরকার, সাতপাড় ইউনিয়ন বিএনপি নেতা বিভূতি বিশ্বাস, সাতপাড় ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রণব বিশ্বাস বাপী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম