স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে চট্টগ্রামে বদলি করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল কবির ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
আদেশের চিঠিতে আবদুল মতিনকে চট্টগ্রামে বদলি করে তার স্থলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সদর দপ্তর ঢাকার রিলিজিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট উপ প্রকল্প পরিচালক (আরইউটিডিপি) (প্রেষণে) মো. মফিজ উদ্দিনকে স্থলাভিষিক্ত করা হয়েছে।
এ ছাড়াও সরকার প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলীকে নির্বাহী প্রকৌশল অধিদপ্তর সদর দপ্তর ঢাকার নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে।
বদলির আদেশে আগামী ১৪ ডিসেম্বর এসব কর্মকর্তাকে বর্ণিত কর্মস্থলে যোগদানের আদেশ দেওয়া হয়েছে। অন্যথায় তারা অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন বলে বলা হয়।
বিডি প্রতিদিন/এমআই