ঢাকার সাভারে ডেঙ্গু আক্রমণ রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাভার শিশু একাডেমি স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, গৃহস্থালি বা শিক্ষাপ্রতিষ্ঠানসহ আশপাশে কোনো জায়গায় পানি জমে থাকতে দেওয়া যাবে না। ফুলের টব, টায়ার, ড্রেন, ছাদ বা মশার সম্ভাব্য বংশবিস্তার স্থল নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এসব অভ্যাসই পারে ডেঙ্গু প্রতিরোধে বড় ভূমিকা রাখতে। এ ছাড়া মশা কমাতে ঘরে কয়েল, স্প্রে ব্যবহার, ঘুমানোর সময় মশারি টানানো, লম্বা জামা পরে শরীর ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘের সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু। এতে প্রধান অতিথি ছিলেন শাখার সভাপতি মো. হাবিবুর রহমান।
সভাপতি বলেন, 'ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিয়মনীতি মেনে চললে ও সচেতন থাকলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। জ্বর হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তরল খাবার বেশি করে খেতে হবে।'
সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু বলেন, 'বসুন্ধরা শুভসংঘ মানুষের কল্যাণে কাজ করছে, সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দিতে এ কর্মসূচি গ্রহণ করেছি। শিশুদের মাধ্যমে পরিবারে সচেতনতা পৌঁছে দেওয়া সম্ভব।'
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও মো. ফয়সাল আহমেদ স্বাধীনসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে সচিত্র ধারণা দেন। উপস্থিত সবাই নিজ নিজ ঘরবাড়ি, স্কুল ও আশপাশ পরিষ্কার রাখতে ও অন্যকে সচেতন করার অঙ্গীকার করেন।
বিডি-প্রতিদিন/এমই