বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান। ইতালির কোম্পানির আওতায় লিওনার্দো এস পি এ যুদ্ধবিমান সরবরাহ করবে। সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে এ যুদ্ধবিমান সংগ্রহ করা হচ্ছে। গতকাল বিমানবাহিনী সদর দপ্তরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের উপস্থিতিতে বাংলাদেশ বিমানবাহিনী এবং লিওনার্দো এস পি এ ইতালির মধ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গতকাল আইএসপিআরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসের বার্ষিক সম্মেলনে সেনাপ্রধান : ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে গতকাল মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এর বার্ষিক সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বার্ষিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফের সভাপতিত্বে গতকাল থেকে তিন দিনব্যাপী (৯ থেকে ১১ ডিসেম্বর) এমইএসের বার্ষিক সম্মেলন- ২০২৫ শুরু হয়। সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, এমইএস-এ কর্মরত সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে এবং ভিটিসির মাধ্যমে সংযুক্ত হয়ে অংশগ্রহণ করেন।
বিএনসিসির কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ : বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬-এর সমাপনী কুচকাওয়াজ গতকাল সাভারের বাইপাইলে অনুষ্ঠিত হয়। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ ছাড়াও তিনি ক্যাডেটদের মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন পরিবেশনা উপভোগ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বিএনসিসি ক্যাডেটসহ সব শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে সব ছাত্র-জনতার আত্মত্যাগকে তুলে ধরেন।