বরিশালে গ্রেফতারি পরোয়ানা তামিল করতে গিয়ে আসামিদের হামলায় বন্দর থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যার পর সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সোনালী পোল এলাকায় এ ঘটনা ঘটে। আহত এএসআই দেলোয়ার হোসেন এবং কনস্টেবল আব্দুস সালামকে শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো এবং ‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে আটকে রাখার চেষ্টা করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে হামলাকারিরা পালিয়ে যায়।
আহত এএসআই দেলোয়ার হোসেন জানান, ওই এলাকার বাসিন্দা প্রতাপ ঘোষ একটি মামলার সাক্ষী ছিলেন। আদালতে সাক্ষ্য না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা তামিল করতে তার বাড়িতে গেলে প্রতাপ ঘোষ, তার স্ত্রী এবং দুই ছেলে—মিলন ঘোষ ও বাসুদেব ঘোষ—তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে পুলিশের ওপর হামলা করেন। তারা পুলিশকে আটকে রাখারও চেষ্টা করেন বলে দাবি এএসআইয়ের।
ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় মামলা করা হবে। হামলাকারিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সুজন