চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ তোশিকুর ইসলাম (৩১) নামে এক বাংলাদেশির মরদেহ ভারতের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানার ভাগরথি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ তোশিকুর ইসলাম হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখর আলী ইউনুস মন্ডলের টোলা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩ বিজিবিকে জানিয়েছে তার পরিবার। স্থানীয়রা জানান, তোশিকুর রহমান দু’দিন আগে গরু আনার জন্য অবৈধপথে ভারতে প্রবেশ করে আর ফিরে আসেনি। এদিকে বুধবার দুপুরে ভারতের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানার ভাগরথি নদী থেকে তোশিকুরের মরদেহ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। ঘটনাটি লোকমুখে জানাজানি হলে তার পরিবার মরদেহ ফিরিয়ে আনার জন্য চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩বিজিবিকে অনুরোধ করেছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩ বিজিবির অধিনায়ক রে. কর্ণেল মুস্তাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় তোশিকুরের পরিবার বিষয়টি তাকে জানিয়েছেন। এরপর বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে এবং বৃহস্পতিবার এনিয়ে কোম্পানী কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা হওয়ার কথা রয়েছে। পতাকা বৈঠকের পর ওই মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যাবে। তবে তোশিকুর কিভাবে মারা গেছে বা তাকে হত্যা করা হয়েছে কিনা এটি নিশ্চিত হওয়া যায়নি। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
বিডি প্রতিদিন/এএম