কুষ্টিয়ার খোকসায় পাপ্পু বিশ্বাস (৩৫) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার ওসমানপুর ইউনিয়নে একটি চায়ের দোকানের সামনে দুর্বৃত্তরা তার ওপর এ হামলা চালায়।
আহত পাপ্পু ওসমানপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কলপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার জানায়, সন্ধ্যার দিকে পাপ্পু ওসমানপুর গ্রামে চায়ের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা পাপ্পুকে উদ্ধার করে উপজেলা প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
ওয়াজেদ আলী জানান, দুটি গুলি পায়ে ঢুকে বেরিয়ে গেছে। একটি গুলি হাঁটুর মধ্যে আটকে আছে। এ ছাড়া দুই হাত, পেট ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।
২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হোসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ পাপ্পুর অপারেশন চলছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন বলেন, এ ঘটনা জানার পর থেকে সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
বিডি-প্রতিদিন/এমই