ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় নির্ধারণে বসুন্ধরা শুভসংঘের পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে সংগঠনের সভাপতি তারেক হোসেনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সভায় শুভসংঘের সদস্যদের পাশাপাশি পীরগঞ্জের সুধীজন, সাংবাদিক, সমাজকর্মী ও পীরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি রাজিউর রহমান রাজা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম সম্পাদক বাদল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাইদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বেলাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক নোসিন আবরার লাবণ্য, নির্বাহী সদস্য আসাদুজ্জামান আসাদ ও সাজেদুর রহমান সাজু।
এ ছাড়া আরও বক্তব্য দেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নশরোদে খোদা রানা, সহ-সভাপতি ফজলুল ফকির, যুগ্ম সম্পাদক মনসুর আলী ও সাংবাদিক মামুনুর রশিদ মামুন।
শুভসংঘের সদস্যরা পীরগঞ্জের জরুরি বিভিন্ন সামাজিক–পরিবেশগত সমস্যা উপস্থাপন করেন ও সমাধান প্রস্তাব তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো- গণশৌচাগার স্থাপন, নারীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ক্ষতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া। এ ছাড়া বাল্যবিয়ে, মাদকাসক্তি, শীতে অসহায় মানুষের সহায়তা ও মানবিক উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ ইতোমধ্যে পীরগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে নানা মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জানান, পীরগঞ্জের ইতিবাচক সামাজিক পরিবর্তনে শুভসংঘের কার্যক্রম আরও বিস্তৃত হোক।
সভায় সমাজের উন্নয়ন, পরিবেশ রক্ষা ও মানবিক সহায়তা— এই তিন লক্ষ্য সামনে রেখে শুভসংঘের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/এমই