ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যারা এতদিন নির্বাচন নির্বাচন জিকির করতেন তারা এখন এ নিয়ে কথা বলছেন না। তারা যেন নির্বাচন ভুলে গেছেন। তারা মাঠ পর্যায়ের জরিপ করে দেখেছেন পায়ের নিচের মাটি সরে গেছে। দেশের জনগণ চাঁদাবাজ সন্ত্রাসীকে ভোট দেবে না। যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে জনগণ দেখতে চায় না। গতকাল বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই নির্বাচনি জনসভার আয়োজন করা হয়। কমিটির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী প্রমুখ।