২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল তানিয়া বৃষ্টির। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও রুপালি পর্দায় সাফল্য পাননি। পরবর্তী সময়ে থিতু হন ছোটপর্দায়। সবশেষ ২০১৯ সালে মুক্তি পেয়েছিল তানিয়া অভিনীত ‘গোয়েন্দাগিরি’। তবে সিনেমাটির শুটিং হয়েছিল আরও দু-তিন বছর আগে। দীর্ঘ বিরতি কাটিয়ে আবার বড়পর্দায় ফিরেছেন তানিয়া বৃষ্টি। তাকে দেখা যাবে রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’ সিনেমায়। সিংহভাগ সিনেমার শুটিং শেষ হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি তারকা হোটেলে হয়ে গেল সংবাদ সম্মেলন। যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক রায়হান খানসহ তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান, মিলন ভট্টাচার্য প্রমুখ। জানা যায়, কোর্ট রুম ড্রামার সঙ্গে ক্রাইম থ্রিলারের মিশ্রণে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল সিনেমার কাহিনি।