মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত ধানমণ্ডি শাখার উদ্যোগে মিলনমেলা, আলোচনা সভা ও মাদকবিরোধী শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ধানমণ্ডি সরকারি টিচার্স ট্রেনিং কলেজের একটি শ্রেণিকক্ষে এ আয়োজন হয়। এতে শুভসংঘের নতুন সদস্য, উপদেষ্টা এবং সংগঠনের নেতৃত্বরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরু হয় পরিচিতি পর্বের মাধ্যমে। পরে সামাজিক দায়িত্ববোধ, তরুণদের ইতিবাচক ভূমিকা এবং মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন এবং সভাপতিত্ব করেন ধানমণ্ডি শাখার সভাপতি মো. দারুল নাঈম হোসেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মাদকবিরোধী শপথ পাঠ। শপথ পাঠ করান শাখার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ নাসির উদ্দীন।
তিনি বলেন, ‘মাদক একটি পরিবার, সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। তরুণদের আজকের এই অঙ্গীকার মাদকমুক্ত সমাজ গঠনের পথে বড় শক্তি হয়ে উঠবে।’
উপদেষ্টা মো. মেহেদুল ইসলাম বলেন, ‘শুভসংঘের এই কার্যক্রম তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।’
সভাপতি মো. দারুল নাঈম হোসেন বলেন, ‘শাখা কর্তৃপক্ষ নিয়মিত সচেতনতা কর্মসূচি ও সামাজিক উদ্যোগ গ্রহণ করবে।’
সাধারণ সম্পাদক রমজান আলী বলেন, ‘মাদককে না বলার মানসিকতা সমাজে ছড়িয়ে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’ তিনি অনুষ্ঠানের সঞ্চালনাও করেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহ সভাপতি মো. সুলাইমান হাওলাদার, অর্থ সম্পাদক আছিয়া নিশো, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আসিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ারা বানু শানু, সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নাঈম নিলা, দপ্তর সম্পাদক মাহাবুল মৃধা, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শিউলি সুলতানা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রুবাইয়া রহমান, নারীবিষয়ক সম্পাদক পৃথা ভৌমিক, প্রচার সম্পাদক জুমানা আক্তার আমিরাসহ শাখার অন্যান্য সদস্যরা।
মিলনমেলা শেষে সবাই মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করে এলাকাভিত্তিক সামাজিক সচেতনতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/তানিয়া