আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে তিনটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ঘোষণা করেছে।
এর মধ্যে নোয়াখালীর-১ আসনে (চাটখিল-সোনাইমুড়িতে) সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হুমায়রা নুর ও নোয়াখালী-৬ আসনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১১টায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
এদিকে সন্ধ্যায় জানতে চাইলে নোয়াখালীর-১ আসনের প্রার্থী ওমর ফারুক বলেন, 'স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে বিদায়ে অন্যতম ভূমিকা ছিল এনসিপির তরুণ নেতাদের। নোয়াখালী-১ আসন থেকে মনোনয়ন দেওয়ায় আমি সবার কাছে দোয়া প্রার্থী।'
বিডি-প্রতিদিন/এমই