বিজয়ের মাস উদযাপন উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ীর কালুখালী উপজেলা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কালুখালী মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও শুভসংঘের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘ কালুখালী শাখার সহসভাপতি সিরাজুম মনিরা টুম্পা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার প্রধান উপদেষ্টা ও কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ সিকদার মমতাজ আহম্মেদ।
শুভসংঘ কালুখালী শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো. রাকিব উদ্দিন খান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, প্রভাষক নাফিজা শিরিন, প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, প্রসেনজিৎ সাহাসহ আরও অনেকে।
অধ্যক্ষ সিকদার মমতাজ আহম্মেদ বলেন, ‘বিজয়ের মাস আমাদের গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুভসংঘ নিয়মিতভাবেই তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করছে, যা সমাজ ও দেশ নির্মাণে সহায়ক হবে।’
বিজয়ের মাসকে কেন্দ্র করে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় কালুখালী সরকারি কলেজ ও কালুখালী মহিলা কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। লিখিত পরীক্ষার পর মৌখিক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠানের শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া