আইসিসিরি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় ব্যাটার রোহিত শর্মা। এ ছাড়া দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বড় লাফ দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তার আরেক সতীর্থ বিরাট কোহলি।
বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে শীর্ষস্থান ধরে রাখা ভারতের সাবেক অধিনায়ক রোহিতের রেটিং পয়েন্ট ৭৮১। এ ছাড়া দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৭৭৩।
আইসিসির বর্তমান র্যাংকিং অনুযায়ী বিশ্বের সেরা পাঁচ ওয়ানডে ব্যাটার হলেন : ১) রোহিত শর্মা (ভারত), ২) বিরাট কোহলি (ভারত), ৩) ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড), ৪) ইব্রাহিম জাদরান (আফগানিস্তান) ও ৫) শুভমান গিল (ভারত)।
দলীয় র্যাংকিংয়েও ভারত বর্তমানে বিশ্বের সেরা ওয়ানডে দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
বিডি প্রতিদিন/এমআই