মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের পোশাক পরিহিত ডাকাত দ্বারা ১৪৫ ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনায় চার জনকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার বিষয়টি মুন্সীগঞ্জ জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, ৭ ডিসেম্বর বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া থানার এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে স্বর্ণবাহী দুই ভাইকে ডাকাতরা বাস থেকে নামিয়ে নোয়া মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে মারপিট করে। ডাকাতরা মোট ১৪৫ ভরি ৮ আনা ৪ রতি স্বর্ণালংকার, দুটি মোবাইল, নগদ অর্থ, ২টি এটিএম ও ১টি এনআইডি কার্ড লুট করে। এরপর সোমবার (৯ ডিসেম্বর) সকালেই ডাকাতির কাজে ব্যবহৃত নোয়া মাইক্রোবাসের ড্রাইভার মো. জাকির হোসেন, আক্তারুজ্জামান মুন্সীসহ চার জনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, পুলিশ ইউনিফর্ম ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, ডাকাতিকৃত স্বর্ণের একটি অংশ মিরপুর বড়বাগের ইসলাম জুয়েলার্সে বিক্রি করা হয়েছিল। জুয়েলার্স মালিক মো. ইসমাইল হোসেনের কাছ থেকে ৬ ভরি ১৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
আটকদের মধ্যে আছেন, সাবেক পুলিশ কর্মকর্তা আকতারুজ্জামান মুন্সী, কৃষক লীগের নেতা মো. রমজান আলী এবং একজন সাংবাদিক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, আরও একজন পলাতক ডাকাতকে গ্রেফতার এবং বাকি লুন্ঠিত মালামাল উদ্ধার করার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সুজন