চলতি মৌসুমে ঢাকা আবাহনী ভালোই দল গড়েছে। বলা যায় বসুন্ধরা কিংসের পর তারাই শক্তিশালী। অথচ ঘরোয়া ফুটবলে জনপ্রিয় এ ক্লাবটি সুবিধা করতে পারছে না। লিগে এখনই তারা মূল্যবান ১০ পয়েন্ট নষ্ট করে ঝুঁকিতে আছে। ফেডারেশন কাপেও গ্রুপ পর্ব টপকাতে পারবে কি না তা নিয়ে সমর্থকরা শঙ্কিত। গতকাল তারা আবারও হেরে গেছে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নের কাছে। এবার পেশাদার লিগেও ব্রাদার্সের কাছে হার মেনে ছিল তারা। গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাদার্স ১-০ গোলে আবাহনীকে হারায়। ১৯৭৫ সালে অভিষেক হওয়া ব্রাদার্সের এক মৌসুমে আবাহনীকে দুবার হারানোটা বিরল ঘটনা বলা যায়।
ম্যাচ হারলেও তুলনামূলকভাবে আবাহনীই আক্রমণ করেছে বেশি। পোস্টের সামনে গিয়ে এলোমেলো হয়ে যাওয়ায় প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। উল্টো খেলার ধারার বিপরীতে ২৭ মিনিটে মনির আলম চমৎকার গোল করে ব্রাদার্সকে এগিয়ে রাখেন। দ্বিতীয়ার্ধে সুলেমান দিয়াবাতে, আল-আমিন ও ইব্রাহিম মরিয়া হয়ে ওঠেন সমতা ফেরাতে। প্রতিপক্ষের রক্ষণভাগের সামনে গিয়ে আক্রমণ নষ্ট করে ফেলেন তারা। দিয়াবাতেকে অনেক আশা করে আবাহনী দলে ভিড়ালেও মোহামেডানে থাকা অবস্থায় যে নৈপুণ্য দেখিয়েছেন তা এখন পর্যন্ত পারেননি। অথচ তিনিই আক্রমণ ভাগের মূল ভরসা। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় ফেডারেশন কাপে সর্বোচ্চ শিরোপা জেতা দলটিকে। অন্যদিকে কিংস অ্যারিনায় অনুষ্ঠিত একই গ্রুপের ম্যাচে পিডব্লিউডি ২-০ গোলে হারায় ইয়ংমেন্স ফকিরেরপুলকে।