সিরাজগঞ্জের কাজিপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ১৫০ জনকে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার চালিতাডাঙ্গা বিবিএন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কাজিপুরের গাড়াবেড়, ভবানীপুর, দুর্গতিয়াপাড়া ও চালিতাডাঙ্গা গুচ্ছগ্রামসহ বেশ কয়েকটি গ্রামের পিছিয়ে থাকা পরিবারগুলোর হাতে কম্বল তুলে দেন শুভসংঘের নেতৃবৃন্দ।
বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আশকারুল হক পাইন বলেন, 'সারা দেশের মতো সিরাজগঞ্জেও বসুন্ধরা শুভসংঘ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এই উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করি।'
মানবিক এই সহায়তাকে স্বাগত জানিয়েছেন উপকারভোগীরা। তারা বলেন, শীতের শুরুতেই শীতবস্ত্র পেয়ে তাদের কষ্ট অনেকটাই কমবে। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান তারা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার রাব্বি হাসান হৃদয়, সহ-সভাপতি আশা সরকার, সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আশকারুল হক পাইন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, চালিতাডাঙ্গা গ্রামের সমাজসেবক মজিবর রহমান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিডি-প্রতিদিন/এমই