ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে দুটিতে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল ও আশুগঞ্জ আসনে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী এবং ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগর আসনে দলের দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহর নাম ঘোষণা করা হয়।
আশরাফ মাহদী ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের প্রয়াত সাবেক এমপি মুফতি ফজলুল হক আমিনীর নাতী। অন্যদিকে আতাউল্লাহ বিজয়নগরের সিঙ্গারবিল এলাকার বাসিন্দা। আশরাফ মাহদী জানান, বিএনপির সঙ্গে জোট না হলে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। তাঁর দাবি, মানুষ পরিবর্তন চায়।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি এখনো ফাঁকা রেখেছে। জোট হলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা জানা গেছে। পাশাপাশি ব্যারিস্টার রুমিন ফারহানা, শেখ মোহাম্মদ শামিম, আহসান উদ্দিন খান শিপন, ডা. নাজমুল হুদা বিপ্লব, তরুণ দে, শাহজাহান সিরাজ, আবু আসিফ আহমেদ, অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুসহ বিভিন্ন দলের বেশ কয়েকজন নেতা এলাকায় প্রচারণা চালাচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া তিন আসনেও বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, খেলাফতে মজলিশ ও জাসদের নেতারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এনসিপির নেতা মোহাম্মদ আতাউল্লাহ জানান, ছয়টি আসনের মধ্যে দুটি ঘোষণা দেওয়া হয়েছে, বাকি আসনগুলোও পর্যায়ক্রমে জানানো হবে। তিনি বলেন, তাঁদের আন্দোলন ছিল বৈষম্যবিহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন।
বিডি প্রতিদিন/আশিক