‘খাওয়া তো দূরের কথা, আমি মরলে মাটি দেওয়ার মানুষও নাই’— নিজের অসহায় জীবনের এমন কথাই জানালেন পটুয়াখালীর জয়নব বিবি। গলাচিপা সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের স্লুইসগেট এলাকার বয়সে ন্যুব্জ এই জয়নব বিবি একজন চায়ের দোকানি। অসুস্থ স্বামী আর সংসারের দায়ে বহুদিন ধরেই অভাব-অনটনের সঙ্গে লড়াই করছেন তিনি।
জয়নব বিবির ছোট চায়ের দোকানই তার একমাত্র জীবিকার পথ। প্রতিদিন মাত্র ১০০-১৫০ টাকার আয়েই চলে তাঁর সংসার। দোকান বন্ধ থাকলে এক বেলাও খাবার জোটে না বলে জানান তিনি।
জয়নব বিবির এই মানবিক বিপন্নতার কথা জানার পর পাশে দাঁড়ায় বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখা। মঙ্গলবার দুপুর ১২টায় শুভসংঘ সদস্যরা জয়নব বিবির দোকানের জন্য চা, চিনি, বিস্কুট, চানাচুর, চিপস, ডিমসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য উপহার হিসেবে তুলে দেয়।
অপ্রত্যাশিত এ উপহার পেয়ে আনন্দে চোখ ভিজে ওঠে জয়নব বিবির। তিনি বলেন, ‘আমার দোকানে কোনোদিন এত্তোগুলো মালামাল দেখি নাই। মন ভইরা দোয়া করি বসুন্ধরা শুভসংঘকে। আল্লা হেগো হেফাজত করুক। আমার মতো আরও অসহায়ের পাশে থাকুক।’
দীর্ঘদিন ধরে দুর্গম পক্ষিয়া এলাকায় মানবেতর জীবনযাপন করলেও জয়নব বিবির খোঁজ নেওয়ার কেউ ছিল না। শুভসংঘের এ মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন— বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান, গলাচিপা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মু. জাহিদুল ইসলাম মিন্টু, সদস্য গাজী মো. আনোয়ার হোসাইন, নাগরিক টিভির গলাচিপা প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আহসান উদ্দিন জিকো, গলাচিপা সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কুতুবউদ্দিন মোল্লা, মজিবর রহমান, সমাজসেবক মো. নেছার উদ্দিন খান, মিঠু মৃধা, ইমরান মোল্লা, ইলিয়াস প্রমুখ।
মানবিক এই সহায়তা জয়নব বিবির দৈনন্দিন সংগ্রামে নতুন আশার সঞ্চার করেছে— এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা।
বিডি-প্রতিদিন/তানিয়া