দীপাবলি উৎসবকে ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে সামনে রেখে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির প্রাঙ্গণ সেজে ওঠে হাজারো প্রদীপের আলোয়। উৎসব উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রদীপ প্রজ্বালনের আয়োজন করে ভারতীয় হাই কমিশন।
ভারতের সহকারী হাই কমিশনার (রাজশাহী) মনোজ কুমার বলেন, ইউনেস্কোর স্বীকৃতি দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
তিনি আরও বলেন, সংস্কৃতি ও ঐতিহ্যের এই গর্বের উৎসব উদ্যাপন বাংলাদেশ–ভারত বন্ধুত্বকে আরও এগিয়ে নেবে।
১০ ডিসেম্বর দীপাবলিকে মানবজাতির প্রতিনিধিমূলক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। এই স্বীকৃতিকে স্মরণীয় করে রাখতে কান্তজিউ মন্দিরজুড়ে করা হয় বর্ণিল আলোকসজ্জা। টেরাকোটার অপূর্ব কারুকাজে সমৃদ্ধ এই মন্দিরে দেশি–বিদেশি শিল্পীরা পরিবেশন করেন নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশে অধ্যয়নরত ভারত ও নেপালের শিক্ষার্থীদের নাচও দর্শকদের মুগ্ধ করে।
উৎসবের আয়োজকরা বলেন, দীপাবলির এই আন্তর্জাতিক স্বীকৃতি আবহমান ঐতিহ্যের উৎসবটিকে আরও জনপ্রিয় করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সার্ক কালচারাল সোসাইটির সভাপতি বিধান দত্ত, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিত কুমার, সদস্য ডি–সি রায়সহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/সুজন