অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, আমার পদত্যাগের ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে।
আজ বুধবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।
আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো। তবে কোন রাজনৈতিক দল থেকে প্রার্থী হবো, তা এখনই জানাতে চাই না। নির্বাচন করবো এটা নিশ্চিত। তবে কোন দল থেকে করবো, পরে জানানো হবে।
এছাড়া নির্বাচনে অংশ নিতে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি না, সেই প্রশ্নে স্পষ্ট কোনো বক্তব্য দেননি তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা করা হবে। এ বিষয়ে এখন কিছু বলতে পারছি না।’
বিডি প্রতিদিন/আরাফাত