ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে স্থানীয় স্টেডিয়ামে বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম। এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে চিকিৎসা না দিয়ে মুত্যুর মুখে ঠেলে দিয়েছে। এসময় তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আজম খান, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, বোয়ালমারী পৌরসভার সাবেক মেয়র আবদুস শুকুর শেখ, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসারউদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ।
পরে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম। দোয়া মাহফিলে বোয়ালমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল