আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের জোটবদ্ধ হয়ে এক প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রহিম। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মনোনয়ন ফি ১০ হাজার টাকা করতে হবে। স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটার তালিকার এক শতাংশ সমর্থন নেওয়ার বৈষম্যমূলক বিধান বাতিল করতে হবে। গতকাল রাজধানীর তেজকুনিপাড়ায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায়ের সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ যৌথভাবে এই সভার আয়োজন করে।
আবদুর রহিম বলেন, সারা দেশের বস্তি পুনর্বাসনসহ ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের বিনিয়োগ ও বাস্তবায়ন চুক্তি ফ্যাসিস্ট হাসিনা সরকারের অবৈধ বাতিল আদেশ প্রত্যাহার করতে হবে। শহীদ পরিবারের কলমিলতা বাজারের ক্ষতিপূরণ ২০১৭ সালের ক্ষতিপূরণ আইনানুযায়ী দ্রুত সরকারকে প্রদান করতে হবে। দাবি আদায়ে ১১ ডিসেম্বর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ, ২টায় নির্বাচন কমিশন অভিমুখে পথযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হবে। সমাবেশে বাধা দিলে সরকার পতনের লড়াই শুরু হবে। এর দায়ভার সরকারকে বহন করতে হবে। সভা থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।