মাদারীপুরের শিবচরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিঠুন মজুমদার (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছে শিশুটির পরিবার। ঘটনাটি ঘটেছে সোমবার উপজেলার দত্তপাড়া ইউনিয়নে। অভিযুক্ত মিঠুন ওই এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে।
শিবচর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।