‘প্রেরণায় উজ্জ্বল কৃষি, সহযোগিতায় সমৃদ্ধ কৃষক।’—এই বিশ্বাসকে ধারণ করে বসুন্ধরা শুভসংঘ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা শাখার উদ্যোগে কৃষক ও কিষাণির মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার কাচাকুল গ্রামে লাউ, কুমড়া, পুইশাক, পালংশাক, বেগুন, মুলা, মরিচ, টমেটো, গাজর, সীমসহ দেশি ও হাইব্রিড জাতের উন্নত সবজি বীজ তুলে দেওয়া হয় কৃষকদের হাতে।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার সভাপতি এম রাসেল আহমেদ বলেন, ‘কৃষি শুধু পেশা নয়, এটি জীবনের শক্তি। কৃষকের ঘামেই বাংলাদেশ এগিয়ে যায়। বসুন্ধরা শুভসংঘ সবসময় এই উন্নয়নের সাথী হয়ে থাকবে।’
সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, ‘বীজ শুধু ফসলের জন্ম দেয় না, এ জন্ম দেয় স্বপ্নের। আমরা চাই তরুণ সমাজ আবারও কৃষিকে ভালোবেসে মাঠের মানুষকে শক্তি দিক।’
এসময় আরও উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল শাখার মহিলাবিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, প্রচার সম্পাদক আম্মার হোসেন,সাধারণ সদস্য জাহিদ হাসান, আরমান হোসেন, শামীম আহমেদ, রনি বাবু, রওশনারা রিফাহ ও ফাহমিদা রোশনিসহ আরও অনেকে।
ক্ষেতলাল উপজেলা কৃষি অফিসার মল্লিকা রাণী বলেন, ‘বিষমুক্ত ও নিরাপদ সবজি উৎপাদন এখন সময়ের দাবি। জৈব সার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা বাজারে স্বাস্থ্যকর ও পুষ্টিকর সবজি নিশ্চিত করতে পারি। এই বীজ কৃষকের উৎপাদন বাড়াবে এবং আর্থিক স্বস্তি এনে দেবে।’
তিনি আরও বলেন, ‘শুভসংঘ যখন কৃষকের পাশে দাঁড়ায়, তখন খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে গ্রামোন্নয়নের সবক্ষেত্রেই ইতিবাচক অগ্রগতি দেখা যায়।’
বীজ হাতে পেয়ে কৃষক-কিষাণিরা জানান, এ উদ্যোগ তাদের কৃষিকাজে উৎসাহিত করবে, বাড়বে পরিবারের পুষ্টি ও আয়। কৃষিপ্রধান বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে বসুন্ধরা শুভসংঘের এই মানবিক কার্যক্রম সৃষ্টি করছে নতুন স্বপ্ন বপনের দিগন্ত।
বিডি-প্রতিদিন/আশফাক