নওগাঁর রানীনগরে অস্বচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার হরিশপুর ইবতেদায়ী মাদ্রাসা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রাসেল সরকার।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন,‘বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অত্যন্ত মহৎ। নারীরা সংসারের কাজ সামলে ঘরে বসেই সেলাইয়ের মতো দক্ষতা অর্জন করে আয় করতে পারেন। এতে পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরানো সম্ভব।’
বসুন্ধরা শুভসংঘ রানীনগর উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা সভাপতি এস এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম, মিরাট ইউনিয়ন তাঁতী দলের সভাপতি নূর ইসলাম, সেলাই প্রশিক্ষক নুরুন নাহার লাভলী, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, বেলাল হোসেন এবং শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি শাহরুখ হোসেন আহাদ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ১৫ জন নারী প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা জানান, তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ১৫ জন দরিদ্র ও অস্বচ্ছল নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।
বক্তারা আরও বলেন, শুধুমাত্র সেবামূলক নয়, বসুন্ধরা শুভসংঘ দেশের নানা স্থানে সচেতনতা বৃদ্ধি, দরিদ্র মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোসহ স্বাবলম্বীকরণ কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এছাড়া বসুন্ধরা গ্রুপ দেশের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রেখে বেকারত্ব নিরসনে অগ্রণী ভূমিকা পালন করছে।
বিডি-প্রতিদিন/আশফাক