বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এ আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী বেগম খালেদা জিয়াকে চিরতরে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু মহান সৃষ্টিকর্তার দয়া ও জনগণের দোয়ার বরকতে তিনি দেশের মাটিতে স্বগৌরবে চিকিৎসা গ্রহণ করছেন। তার সুস্থতার জন্য দেশের সাধারণ মানুষসহ বিশ্বের কোটি কোটি মানুষ মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় প্রার্থনা করছেন।
গিয়াস উদ্দিন কাদের আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও বহুদলীয় রাজনীতির বিকাশে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শরাফত আলী। দিদারুল আলমের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল হক নওয়াব, জাকির হোসেন খতিব, নাইমুল ইসলাম টিপু, নজরুল ইসলাম, মাওলানা দৌলতুর রহমানসহ অনেকে।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বিডি-প্রতিদিন/এমই