বিজয় দিবসকে সামনে রেখে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) আয়োজিত বার্ষিক বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট ২০২৫ এবারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।
গত ২৯ নভেম্বর (শনিবার) সিডনির এএমডব্লিউসি’র নিজস্ব মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদিকুর খান মুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াড়, স্বেচ্ছাসেবক এবং বিপুল সংখ্যক দর্শক।
প্রতি বছরের মতো এবারো নবীন ও প্রবীণ খেলোয়াড়দের সমন্বয়ে চার নদীর নামে পদ্মা দল, মেঘনা দল, যমুনা দল, সুরমা দল অংশ নেয়। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন জার্সি, প্রস্তুতি ক্যাম্প ও অনুশীলন নিয়ে দলগুলো ছড়িয়েছে এক ভিন্নরকম উত্তেজনা। বিশেষ করে তরুণদের নিয়ে গঠিত পদ্মা দলকে ঘিরে ছিল অভিভাবক ও খেলোয়াড় প্রেমীদের বাড়তি উচ্ছ্বাস।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে পদ্মা দল দুই–এক সেটে মেঘনা দলকে হারিয়ে টুর্নামেন্টে চমক দেখায়। অন্যদিকে টানটান উত্তেজনার লড়াইয়ে যমুনা দল পরাজিত করে সুরমা দলকে।
প্রতিটি খেলাই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পয়েন্ট তালিকায় তিন দল পদ্মা, যমুনা ও সুরমা সমান পয়েন্ট নিয়ে এগিয়ে থাকে। যদিও ভালো খেলা সত্ত্বেও মেঘনা দল কোন ম্যাচে জয়লাভ করতে পারেনি।
গত ৭ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় যমুনা ও সুরমা দল। আত্মবিশ্বাসী সুরমা দল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে দুই সেটে যমুনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। যমুনা দলের অভিজ্ঞ খেলোয়াড়রা চেষ্টা করলেও সুরমার জয়ের ধারা থামাতে ব্যর্থ হয়।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সভাপতি ড. আনিছুল আফছার, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান মুন, ড. বোরহান ও গোলাম মোস্তফা।
বক্তারা খেলাধুলার মাধ্যমে কমিউনিটির মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। চ্যাম্পিয়ন সুরমা দলকে চ্যাম্পিয়ন কাপ প্রদান করেন ড. আনিছুল আফছার। যমুনা দলের হাতে রানার্স আপ ট্রফি তুলে দেন সাদিকুর রহমান খান মুন এছাড়া সুরমা দলের ডা. সোপানকে ‘বেস্ট প্লেয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়। খেলোয়াড়দের এএমডব্লিউসি ট্রফি প্রদান করা হয়। স্বেচ্ছাসেবকের সম্মাননা দেন প্রপার্টি কেয়ার টেকার রিয়েল এস্টেট এর পরিচালক মো জাকির হোসেন।
রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা, সহায়তা করেন ড. আনিছুল আফছার, আতিকুর রহমান, জামান, ড. এখলাস উদ্দিন বাবু, শফি, মামুন, আবদুস সোবহান ও আলমগীর।
এটি এএমডব্লিউসি’র তৃতীয়বারের মতো ভলিবল প্রতিযোগিতা আয়োজন। তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি করা, ছোটদের জন্য টেবিল টেনিসের ব্যবস্থা এবং কোরআন শিক্ষার পাশাপাশি সুস্থ বিনোদনমূলক আয়োজন, সব মিলিয়ে এএমডব্লিউসি’র উদ্যোগ স্থানীয় কমিউনিটিতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন