বিশ্বব্যাপী দৃষ্টি কাড়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বিজয়ে বাংলাদেশি আমেরিকানদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তাদের সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ মামদানি গঠিত ৫০০ সদস্যের ট্রানজিশন টিমে অন্তর্ভুক্ত হয়েছেন ৯ জন বাংলাদেশি আমেরিকান।
৭ ডিসেম্বর সন্ধ্যায় ‘নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব’-এর উদ্যোগে জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত মতবিনিময় সভায় ট্রানজিশন টিমের সদস্যরা কমিউনিটির উদ্দেশে নানা অভিমত তুলে ধরেন।
তারা বলেন, আমাদের এই অর্জনের কৃতিত্ব পুরো বাংলাদেশি কমিউনিটির। আপনারাই ভোট দিয়েছেন, তাই আজ আমরা মেয়রের ট্রানজিশন টিমে জায়গা পেয়েছি। আমরা এখানে আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করব। দোয়া করবেন, যেন মেয়রের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কমিউনিটির সার্বিক কল্যাণে নিবেদিত থাকতে পারি।
সভায় বক্তব্য দেন—শামসুল হক, কাজী ফৌজিয়া, আব্দুল আজিজ ভুইয়া, আরমান চৌধুরী, তাজিন আজাদ ও ফারিহা আকতারসহ অন্যান্য সদস্যরা। তারা আরও বলেন, “কমিউনিটির মিডিয়া আমাদের সবসময় সহযোগিতা করেছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকলে বাংলাদেশি আমেরিকানদের ‘আমেরিকান ড্রিম’ বাস্তবায়নের পথ আরও সুগম হবে।”
ট্রানজিশন টিমের সদস্যরা জানান, সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশি ভোটারদের প্রায় ৬০ শতাংশ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন—যা অভূতপূর্ব। তাদের ভাষায়—
“জাতিগত ঐক্য বজায় রেখে যদি আমরা এভাবেই এগিয়ে যেতে পারি, তাহলে সিটি, স্টেট ও ফেডারেল—সব পর্যায়েই বাংলাদেশিদের উপস্থিতি আরও শক্তিশালী হবে।”
সভায় নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মমিন মজুমদার অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় ট্রানজিশন টিমে অন্তর্ভুক্ত বাংলাদেশিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
গত ৪ নভেম্বরের নির্বাচনে সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু ক্যুমোকে বিপুল ভোটে পরাজিত করে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন ৩৩ বছর বয়সী জোহরান মামদানি। তিনি নিউইয়র্ক সিটির ৪০০ বছরের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। আগামী ১ জানুয়ারি তিনি শপথ নেবেন।
বিডি প্রতিদিন/হিমেল