বাংলাদেশি ফ্যাশন ও ঐতিহ্যের ব্র্যান্ড ‘জ্যোতি’ এবার অস্ট্রেলিয়ায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। শনিবার সিডনির ল্যাকেম্বার ১৩ দ্য বুলেভার্ড-এ বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পথচলা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সম্মানিত অতিথিরা। এর মধ্যে ছিলেন সংসদ সদস্য মার্ক কুরে, স্টেট মেম্বার ফর ওয়াটলি ও শ্যাডো মিনিস্টার, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, কাউন্সিলর শ্রীনি পিল্লামারী, ড. নুর রহমানসহ অন্যরা।
জ্যোতির প্রতিষ্ঠাতা লোকমান হোসেন তার বক্তব্যে দীর্ঘযাত্রার স্মৃতি তুলে ধরেন। তিনি অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায়কে 'স্বপ্ন পূরণ' বলে উল্লেখ করেন। তিনি তার বড় মেয়ে তাহমিনা দীতি, ভাগ্নি ডা. রুমানা আফরোজসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশে ১৯৯০ সালে যাত্রা শুরু করা জ্যোতি বর্তমানে শাড়ি, হ্যান্ডলুম, কারুকাজসমৃদ্ধ ঐতিহ্যবাহী পোশাক ও আধুনিক ট্রেন্ডের জন্য প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশে ব্র্যান্ডটির রয়েছে ১৪টি রিটেইল শোরুম।
সিডনির নতুন শোরুমে রয়েছে শাড়ি, সালওয়ার-কামিজ, পাঞ্জাবি, জুয়েলারিসহ ঐতিহ্যবাহী থেকে সমকালীন সব ধরনের পোশাকের সংগ্রহ।
বিডি-প্রতিদিন/এমই