কানাডার টরন্টোর ফিল্ম ফোরাম মিলনায়তনে শেখ শাহ্ নওয়াজ রচিত ‘কেউ ভোলে না, কেউ ভোলে’ গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার স্থানীয় সময় (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।
এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে বইটির লেখকসহ শহরের সাহিত্যমোদী লেখক কবি সাহিত্যিক বইটি নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন। লেখকের পুত্রদ্বয় অভি শাহনওয়াজ ও তানভীর শাহনওয়াজ আলোচনা করেন।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও সঞ্চালনা করেন দেলওয়ার এলাহী।
বিডি-প্রতিদিন/মাইনুল