নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের মরিসানিয়া, মেলরোজ, ক্লারেমন্ট ও ইস্ট ত্রিমন্টসহ সাউথ ব্রঙ্কস এলাকাভুক্ত স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট–৭৯-এর উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির তৃণমূল নেতা ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ শাহজাহান শেখ। ৬ ডিসেম্বর স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
গাজীপুরের কাপাসিয়ার সন্তান শাহজাহান শেখ দীর্ঘদিন ধরে সপরিবারে ব্রঙ্কসে বসবাস করছেন। কমিউনিটি সার্ভিসে বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি ব্রঙ্কস কমিউনিটি বোর্ড–১-এর সদস্য এবং এর ইমিগ্রেশন বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে নিউইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটাল বোর্ডের সদস্য হিসেবে অভিবাসী সমাজের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বিডি প্রতিদিন/হিমেল