কানাডায় প্রবাসী বাঙালিদের গুরুত্বপূর্ণ সংগঠন 'বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি'র প্রশংসা করে সম্মানজনক সনদপত্র দিয়েছেন কানাডার ফেডারেল সরকারের এমপি ডেলিনডর গিল।
গত শুক্রবার ওয়েস্ট উইন্ডজ অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র হস্তান্তর করেন তিনি।
কমিউনিটির উন্নয়নে অবদানের জন্য তিনি বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির অবদানকে 'মাইলফলক' বলে উল্লেখ করেন। ডেলিনডর গিল বলেন, 'বিদেশের মাটিতে থেকে দেশের মানুষের সেবা এক অনন্য উদাহরণ। এই কাজ ও সংগঠনের সঙ্গে জড়িতদের প্রত্যেকের প্রতি আমার ও আমার দলের পক্ষ থেকে অভিনন্দন।'
তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের অভিবাসন সংক্রান্তসহ যেকোনো সমস্যা সমাধানে তিনি পাশে থাকবেন। বলেন, 'এক সঙ্গে কাজের মাধ্যমেই আমরা সুন্দর একটি সমাজ উপহার দিতে পারব।'
এ সময় ডেলিনডর গিল সংগঠনকে একটি এবং আলাদাভাবে সভাপতি ইকবাল রহমান ও সাধারণ সম্পাদক আসিফ হোসেনকেও সনদপত্র প্রদান করেন।
কাজের স্বীকৃতি হিসেবে সনদপত্র পেয়ে ইকবাল রহমান ও আসিফ হোসেন জানান, এ স্বীকৃতি কমিউনিটির উন্নয়নে তাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দেবে।
এ সময় উপস্থিত ছিলেন নাজমুন গফুর সুবর্ণা, রেহানা পারভীন, আরাফাতুল মামুর, মোহাম্মদ হাকিম, আসিফ হোসেন, ইকবাল রহমান, সাইফুল ভূইয়াঁ মিশনসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই