এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর প্রাকৃতিক মা-মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। রবিবার (৭ ডিসেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নির্দেশনায় ফটিকছড়ি উপজেলার উত্তর অংশে দুটি ইউনিটে ভাগ হয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
পাইন্দং এবং ভুজপুর ইউনিয়নের হালদা অববাহিকা এলাকা থেকে অভিযানে ১টি কারেন্ট জাল (২৫০ মিটার দৈর্ঘ্য), ১টি চরঘেরা জাল (১২০ মিটার দৈর্ঘ্যে), ১৪টি হাত বড়শি, আনুমানিক ৪০০টি লং লাইনার বড়শি জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত সব জাল ও নিষিদ্ধ সরঞ্জাম আগুনে বিনষ্ট করা হয়।
ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, দেশের একমাত্র প্রাকৃতিক মা-মাছের প্রজননক্ষেত্র হালদা নদীকে অবৈধ শিকার ও ধ্বংসাত্মক জাল থেকে রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
বিডি প্রতিদিন/কেএইচটি