চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার চক্রেসো কানন আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে নাঈম বিশ্বাস (২৫) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত নাঈম বিশ্বাস চট্টগ্রামের এপিবিএন-৯ (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) এ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ও এক বছর বয়সী সন্তান নিয়ে উক্ত ভাড়া বাসায় বসবাস করতেন। তাঁর বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তাঁর স্ত্রীও একজন পুলিশ কনস্টেবল।
এপিবিএন-৯-এর পুলিশ সুপার (এসপি) দীপকজ্যেতি খীসা জানান, বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নাঈম বিশ্বাসকে উদ্ধার করেন তার সহকর্মীরা। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, প্রতিবেশীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, দাম্পত্য কলহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর নাঈম বিশ্বাস ফ্যানের সঙ্গে ওড়না ব্যবহার করে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, এর আগে গত ২৩ নভেম্বর নগরের চকবাজার থানার ভেতরের একটি শৌচাগার থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর নাম অহিদুর রহমান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ