চট্টগ্রামের ফটিকছড়িতে নিয়ন্ত্রণহীন গতির ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ আল আনাছ নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ডাইনজুড়ি এলাকার বুড়া বিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আনাছ হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার শাহজাহান মিয়া বাচ্চুর ছেলে। কয়েক দিন আগে নানার বাড়িতে বেড়াতে এসে সেখানেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বাসার সামনে খেলছিল। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত অটোরিকশা এসে তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে জানান, আমার ছেলে খেলছিল। হঠাৎ দ্রুতগতির একটি অটোরিকশা এসে তাকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পরও বাঁচানো গেল না।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খেলতে খেলতে অসাবধানতাবশত শিশুটি রাস্তায় চলে আসায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালকও আহত হয়েছেন। পরিবার জানিয়েছেন, তারা এ ঘটনায় কোনো মামলা করবেন না।
এদিকে স্থানীয়রা জানান, নাজিরহাট পৌরসভা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা দিন দিন বাড়ছে। কোনো রকম নিয়ম-শৃঙ্খলা ছাড়া এসব যানবাহন আবাসিক ও জনবহুল সড়কে দ্রুতগতিতে চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়েছে। তারা বলেন, দূর-দূরান্তে যাতায়াত করছে এসব অটোরিকশা, কিন্তু কার্যকর নিয়ন্ত্রণ নেই। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ