চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন থেকে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জোট পুকুরিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নুরুল ইসলাম ইসলামী ছাত্রশিবির বড়হাতিয়া ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলামের পিতা। পেশায় তিনি অটোরিক্স চালক। তিনি বড় হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার মৃত আলী আহমদের ছেলে।
জানা যায়, সিএনজি অটোরিকশা চালক নুরুল ইসলাম ভোরে যাত্রী আনতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এলাকার লোকজন জানিয়েছেন ফজরের নামাজের আজান দেওয়ার আগে গুলির শব্দ শুনেছেন তারা। তাঁর পিঠের বাম পাশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। সিএনজি অটোরিকশায়ও ভাঙা চিহ্ন দেখা গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ভোর ছয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে বড়হাতিয়া গ্রামে একজনের লাশ পড়ে থাকার খবর পাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুল ইসলামের লাশ উদ্ধার করে। লাশে গুলির আঘাতের চিহ্ন আছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ