নানা আয়োজনের মধ্য দিয়ে বন্দর নগরী চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম এই অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সংলগ্ন রাস্তায় এক মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
চট্টগ্রামের বিভাগীয় পরিচালক রিজিয়া খাতুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. হুমায়ূন কবীর, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো. সাইদুজ্জামান ও চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, দুদক জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, ব্যাংক, এনজিও, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক