চট্টগ্রামে প্রথমবারের মতো করপোরেট অঙ্গনে আয়োজিত ‘ফিউচারিস্টিক বিডি প্রেজেন্ট করপোরেট ফুটসাল কার্নিভাল ২০২৫’-এর উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার রাতে নগরের একটি হোটেলে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চট্টগ্রামভিত্তিক বিজনেস কনসালটিং প্রতিষ্ঠান ফিউচারিস্টিক বিডি এই টুর্নামেন্টের আয়োজক। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্পনসর প্রতিনিধি ও অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, করপোরেট খেলাধুলাকে সংগঠিত ও পেশাদার রূপ দিতে এবং করপোরেট নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে এই আয়োজন নতুন অধ্যায় সৃষ্টি করবে। এবারের ইভেন্টে পাওয়ার পার্টনার হিসেবে আছে মিলো, স্ন্যাকস পার্টনার মেরিডিয়ান ফুডস, হেলথ পার্টনার এপিক হেলথকেয়ার এবং স্পনসর সিকো এরিনা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন রাহনুমা রহমান নিকিতা ও শাহরিয়ার আদিব।
খেলার সময়সূচি
১২ ডিসেম্বর: গ্রুপ এ–বি (বিকেল), গ্রুপ সি–ডি (রাত)
১৩ ডিসেম্বর: গ্রুপ ই–এফ (সন্ধ্যা), গ্রুপ জি–এইচ (রাত)
১৬ ডিসেম্বর: ফাইনাল ম্যাচ
ফিউচারিস্টিক বিডির নির্বাহী পরিচালক সজল চন্দ্র বণিক বলেন, করপোরেট পরিবেশে দলগত মানসিকতা, ইতিবাচক কর্মসংস্কৃতি ও মানসিক প্রশান্তি গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এই আয়োজন করপোরেট কর্মীদের মধ্যে সহযোগিতা ও সুস্থ প্রতিযোগিতা বাড়াবে।
ইভেন্ট কনভেনার সেলিম রেজা বলেন, কর্মজীবনের চাপ কমাতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখে। করপোরেট ফুটসাল কার্নিভাল সেই ইতিবাচক অভ্যাস গঠনে সহায়ক হবে।
ফিউচারিস্টিক বিডির চেয়ারম্যান শুভঙ্কর শীল বলেন, করপোরেট জীবন শুধু কাজকেন্দ্রিক নয়, সুস্থতা ও ইতিবাচক কর্মসংস্কৃতি তৈরিতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে ফিউচারিস্টিক বিডির পরিচিতিমূলক ভিডিও ও টুর্নামেন্টের অফিসিয়াল প্রোমো দেখানো হয়। এরপর ওটু স্ট্রিট ড্যান্স ক্রুর নৃত্য পরিবেশনা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিটি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে অফিসিয়াল জার্সি তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন ফিউচারিস্টিক বিডির চেয়ারম্যান শুভঙ্কর শীল, নির্বাহী পরিচালক সজল চন্দ্র বণিক, নির্বাহী পরিচালক শ্রিমন্তিকা ধর এবং কনভেনার সেলিম রেজা।
বিডি-প্রতিদিন/সুজন